ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ বৃহত্তর দাউদকান্দি অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। কলেজটি ধারাবাহিক ভাবে অত্র অঞ্চলের সেরা কলেজের স্বীকৃতি পেয়ে আসছে। অবস্থান: কলেজটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র কয়েক শ ফুট দক্ষিনে ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। কলেজের ইতিহাস: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ অবস্থিত। অত্র কলেজের প্রতিষ্ঠাতা অত্র অঞ্চলের গণমানুষের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন নিরলস প্রচেষ্টার মাধ্যমে ২০০২ সালে প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন। উল্লেখ্য যে, অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্র কলেজটি বোর্ডের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে কুমিল্লা তথা সারা বাংলাদেশে সফলতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
১ আগস্ট ২০১৬ইং তারিখে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী মানববন্ধন পালন করে ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজ।.এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
সম্প্রতি ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন
Number of Student, Teacher and Staff
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT