ভর্তির আবেদনপত্র সংগ্রহ: উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির আবেদনপত্র ওয়েবসাইট হতে ডাউনলোড এবং প্রিন্ট করতে হবে। এরপর তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত মূল্যের বিনিময়ে কলেজ অফিসে জমা দিতে হবে। আবেদন ফরম গ্রহণের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান জিপিএ ৩.৫০ ১৫০ জন ব্যবসায় শিক্ষা জিপিএ ৩.৫০ ১৫০ জন মানবিক জিপিএ ২.৫০ ১৫০ জন GPA এর ক্রমানুসারে ছাত্র-ছাত্রী ভর্তি কলেজ ভর্তি কমিটির সুপারিশ এবং কলেজ কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরাই কেবল ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে ১। এস.এস.সি পাশের নম্বরপত্রের মূলকপি। ২। সম্প্রতি তোলা ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ২ কপি স্টাম্প সাইজের ছবি। ৩। এস.এস.সি পাসের নম্বরপত্রের চার কপি ফটোষ্ট্যাট কপি। ৪। এস.এস.সি পাসের প্রশংসাপত্রের চার কপি ফটোষ্ট্যাট কপি।
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT